এম আর মাইনউদ্দীন, নরসিংদী।
নরসিংদী পুলিশ লাইনস্ প্যারেড গ্রাউন্ড-এ আজ ১০ নভেম্বর ২০২৫ সোমবার সকাল ০৮:০০ ঘটিকায় পুলিশ সদস্যদের ড্রেসরুলস-সহ সার্বিক শৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
প্যারেডে অভিবাদন গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম মহোদয়। উক্ত মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন জনাব বায়েজিদ বিন মনসুর, সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল), নরসিংদী। এ সময় জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তগণ উপস্থিত ছিলেন।
মাস্টার প্যারেডে জেলার বিভিন্ন ইউনিট হতে পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন।
Leave a Reply