এম আর মাইনউদ্দীন, নরসিংদী।
আজ (১১ অক্টোবর ২০২৫ খ্রি.) বুধবার নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সড়ক, নৌ ও রেলপথ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা সংক্রান্তে আন্তঃসমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নরসিংদী জেলার সড়কে যান শৃঙ্খলার উন্নয়নসহ যানবাহন সমূহে নাশকতা বা সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে বিস্তারিত আলোকপাত করা হয়। জেলা পুলিশ ও অন্যান্য সংস্থা কর্তৃক সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থানসমূহ চিহ্নিত করে নিয়মিত চেকপোস্ট ও টহল বাড়ানো হয়েছে মর্মে অবগত করা হয়।
জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সবাই মাঠে আছে। সভায় জনমত সৃষ্টির মাধ্যমে সাধারণ মানুষকেও সচেতন থাকার আহবান জানানো হয়।
সভায় নরসিংদীর জেলা প্রশাসক, পুলিশ সুপার, নির্বাহী প্রকৌশলী সড়ক ও জনপথসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর প্রধানগণ এবং বাস, ট্রাক, মাইক্রোবাস পরিবহন মালিক সমিতির মালিক ও বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply